কাউখালীতে কৃষকদের সাথে মতবিনিময় সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের সাথে মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২


কাউখালীতে কৃষকদের সাথে মতবিনিময় সভা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বৈষ্ণিক পরিবর্তন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জুলাই) দুপুরে কাউখালীর সদর ইউনিয়নের সাহাপুরা নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ির উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আব্দুল বারী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কুমার সিকদার বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার শ্রেষ্ঠ চাষীদেও মাঝে পুরুস্কার বিতরন করেন এবং ছোট বিড়ালজুরি  কৃষি উৎপাদন বৃদ্ধি  এবং গৃহ পালিত  পশুর খাদ্য চাহিদ পুরণে আশ্রয়ন প্রকল্প এলাকায় উপকার ভোগীদের আঙ্গিনায় ঘাস চাষ কর্মসুচীর উদ্বোধন করেন এবং সোনাকুর মৃৎশিল্পীদের জন্য আধুনিক মানের দুটি পাল মেশিন বিতরন করেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৪ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ