কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২


কাউখালীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯হাজার ৫’শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরি ও সংরক্ষন করার অপরাধে আল-মদিনা হোটেল এন্ড রেস্টেুরেন্টকে তিন হাজার টাকা, বনফুল মিস্টি ঘরকে তিন হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে ২হাজার পাঁচশত টাকা,আমরাজুড়ি বাবা-মায়ের আর্শিবাদ হোটেলকে এক হাজার টাকা জরিমান করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:১২ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ