পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা মোঃ মিরাজুল ইসলাম। শনিবার সকালে চূড়ান্ত মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ নিয়ে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং নৌকা প্রতিক পাওয়ায় হাজার হাজার দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ শুক্রবার সারারাত আনন্দো উৎসবে মেতে উঠে । এসময় মিষ্টি বিতরন করা হয়। জানা যায়, ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ১২২টি উপজেলার দলীয় মনোনয়ন চূড়ান্ত করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শুক্রবার রাতে গণভবনে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করে দলটি। নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর দলীয় মনোনয়ন পেতে কয়েকজন দলের শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করেন। অবশেষে দলীয় মনোনয়ন বোর্ড বর্তমান ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলামকে মনোনীত করেছেন। জানতে চাইলে মিরাজুল ইসলাম বলেন, ‘দল যেহেতু আমার ওপর আস্থা রেখেছে. আমি সেই আস্থার মর্যাদা রাখতে চাই। দলীয় নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন ও এলাকাবাসীর দোয়া ও ভালবাসা নিয়েই এলাকায় এসে নির্বাচনী প্রচারণা শুরু করবো।’ তিনি ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আর্দশের সৈনিক হয়ে দলীয় ও জনকল্যান মূলক কাজ ও সেবায় নিজেকে আত্মনিয়োগ করে যাচ্ছেন। এছাড়া, ভাণ্ডারিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতির পদে সুনামের সহীত দায়িত্ব পালন করায় উপজেলা জুড়েই রয়েছে তার প্রসংশা ও সুনাম। ভদ্রলোক, দানবীর, শিক্ষিত ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে রয়েছে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। তারই বড় ভাই মোঃ মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান,ছোট ভাই মো: সামসুদ্দীন হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার বাবা মরহুম শাহাদাৎ হোসেন তিন তিনবার তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
এদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলামকে নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীলীগরে সভাপতি ফাইজুল রশিদ খসরু জোমাদ্দার, যুবলীগ আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, উপজেলা ছাত্রলীগরে সভাপতি মোঃ এহসাম হাওলাদার, স্বেচ্ছা সেবক লীগরে সভাপতি মিজানুর রহমা নিপু।