কুয়াকাটায় তিনদিন ব্যাপী বংগবন্ধু কবিতা উৎসব

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় তিনদিন ব্যাপী বংগবন্ধু কবিতা উৎসব
রবিবার ● ২৪ জুলাই ২০২২


---

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

“পদ্মা সেতু জয়-বিশ্বর বিস্ময়”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় অনুষ্ঠিত হল অলোচনা, সকন্ঠ কবিতা-ছড়া পাঠ, আবৃত্তি, শ্রদ্ধার্ঘ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়াকাটা পর্যটন কেন্দ্র মিলনায়তনে  তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. কালাম হোসেন। বংগবন্ধু জন্মশতবর্ষ পর্ষদ আয়োজিত এবং সংগঠনের সভাপতি শাজজাহান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমীর পরিচালক সুজন হাজং, শিশু সাহিত্যক সুজন বড়ুয়া, বংগবন্ধু লেখক পরিষদের সভাপতি শিশু সাহিত্যক রহীম শাহ।
ঢাকঢোল পিটিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে পতাকা- পায়রা-বেলুন উড়িয়ে শুরু হওয়া এ আনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বংগবন্ধু জন্মশতবর্ষ পর্ষদ এর সাধারণ সম্পাদক কবি আসলাম সানী।
সরচিত সক্নঠ কবিতা পাঠ করেন কবি মাসুদ আলম বাবুল, কবি আব্দুল গনি মিয়া, ভারতের বাউল শিল্পী আব্দুল কাইয়ুম, কবি কনা খান সহ দেশের নামীদামী সব কবিগন।
রবিবার জেলা প্রশাসন প্রাংগন থেকে এ জমকালো সাহিত্য আয়োজনের সমাপনী হবে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৪১ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ