পটুয়াখালীতে পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
শনিবার ● ২৩ জুলাই ২০২২


পটুয়াখালীতে পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয়- সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট তাপস কুমার পাল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুলস্নাহ পিপিএম, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্যামল রায়, রবীন্দ্র নাথ বসু, শুভাশিষ বিস্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথ ও সদস্য সুরঞ্জিৎ দত্ত লিটু, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বিমল সমাদ্দার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট উজ্জল বসু ও এ দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সন্ত্মেস কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্ত্মি দত্ত ও এ্যাডভোকেট কালা চান সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দুমকী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিপন কুমার শীল, গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল সাহা , সাধারন সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা পৌর শাখার সভাপতি কমল সরকার,  বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, কুয়াকাটা পৌর শাখার সভাপতি শ্রী অনন্ত্ম মুখার্জি, পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব এ্যাড. শ্রী সুব্রত চন্দ্র শীল, মির্জাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শ্রী বাবুল কর্মকার ( কালু), রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি শ্রী রাধানাথ কর্মকার, গলাচিপা পৌর সভা শাখার সাধারণ সম্পাদক  গোপাল দেবনাথ, গলাচিপা পৌর শাখার প্রচার সম্পাদক সাংবাদিক সজ্ঞিব দাস, দশমিনা উপজেলা শাখার সভাপতি এ্যাড. উত্তম কর্মকার ও কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শ্রী হীরা হাওলাদার স্বপন। এসময় এ সম্মেলননে প্রস্তুতি কমিটির সদস্য সচিব শ্রী কানাই লাল সাহা সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা ও বিভিন্ন পৌর কমিটি শাখার শত শত নারী-পুরম্নষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে স্বপন ব্যানার্জকে সভাপতি ও সঞ্জয় খাসকেলকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াদী জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:১৬ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ