ছাতকে বিদ্যুতের তার ছিড়ে জে‌লের মৃত্যু!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে বিদ্যুতের তার ছিড়ে জে‌লের মৃত্যু!
শুক্রবার ● ২২ জুলাই ২০২২


ছাতকে বিদ্যুতের তার ছিড়ে জে‌লের মৃত্যু!

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাত‌কে বিদ্যুতের তার ছিড়ে নিচে পড়ে গেলে তাতে জড়িয়ে সে‌লিম মিয়া (৪০) না‌মে এক জে‌লের মৃত্যু হয়। সে একই ইউ‌পির দীঘলী দ‌ক্ষিন চাকলপাড়া গ্রা‌মে কালা মিয়ার পুত্র সে‌লিম মিয়া(৪০)। বৃহস্প‌তিবার সকা‌লে উপজেলার গো‌বিন্দগঞ্জ-স‌দেরগাও ইউনিয়নের সু‌হিতপুর গ্রামে লন্ডনী প্রবাসী আকল আলীর বা‌ড়ির সাম‌নে এ ঘটনা ঘটে।

জানা যায়, সুহিতপুর গ্রা‌মের বিদ্যুতে গ্রাহক লন্ডন প্রবা‌সী আকল আলীর সার্ভিস তারের গার্ডওয়ার লাই‌ন গত এক সপ্তাহ ধ‌রে ছিড়ে গত মা‌টি‌তে পড়েছিল। গত বৃহস্প‌তিবার মেইন লাই‌লেন খু‌টির নী‌চে ছোট এক‌টি খা‌লে উড়াল জাল দি‌য়ে মাছ ধর‌তে গেলে বিদ্যুতের ছেড়া লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে‌লিম মিয়া (৪০) না‌মে এক জে‌লের মৃত্যু ঘটে। এসময় তার আত্মচিৎকারে আ‌মিন উ‌দ্দিন না‌মে এক ব‌্যক্তি তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হয়। একপর্যায়ে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করলে প্রানে রক্ষা পায় আহত আ‌মিন উ‌দ্দিন। এ খবর পেয়ে থানার এসআই নাজমুল হো‌সেন ঘটনাস্থ‌লে থে‌কে সেলিমের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য তা‌কে সুনামগঞ্জ সদর হাসপাতা‌লে প্রেরণ করেন।

স্থানীয়রা ও নিহিত সেলিমের পরিবারের লোকজন বলেন, বিদ্যুৎ লাইন ছিড়ে নীচে পড়ার কারনে সে‌লিম মিয়ার মৃত্যু হয়েছে। এর দায় বিদ্যুৎ গ্রাহক ও কতৃপক্ষ এড়াতে পারেন না। তারা ঘটনার সুষ্টু বিচারের দাবী জানান।

এ ব‌্যাপারে ছাতক বিদ্যুৎ বিতরন বিভা‌গের সহকা‌রি প্রকৌশলী ক‌বির হো‌সেন বিদ্যুৎ পৃষ্ট হয়ে একজন মৃত‌্যুর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রোয়জনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব‌্যাপা‌রে থানার অ‌ফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মাছ ধর‌তে গি‌য়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক জে‌লে ঘটনাস্থ‌লে মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:১৫ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ