গলাচিপায় শিকারীর কাছ ঘুঘু পাখি উদ্ধার!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় শিকারীর কাছ ঘুঘু পাখি উদ্ধার!
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২


গলাচিপায় শিকারীর কাছ ঘুঘু পাখি উদ্ধার!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় বন্য পাখি অবমুক্ত করলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার। অবৈধভাবে ধরা এবং আটকে রাখা ঘুঘু পাখি গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এক কৃষকের বাড়ী থেকে মঙ্গলবার (১৯ জুলাই) উদ্ধার করে সকাল ১০টায় তিনি নিজে উপস্থিত থেকে জনগণের সম্মুখে অবমুক্ত করেন।
এ সময় নাসিরউদ্দিন হাওলাদার বলেন, বন্য প্রাণি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন্য প্রাণি ফসলের ক্ষতিকারক পোকামাকর খেয়ে এবং পরাগায়ণ ঘটাতে সাহায্য করে। এগুলো দেশের সম্পদ। বন্য প্রাণি ধরা কিংবা হত্যা করা দন্ডনীয় অপরাধ। তাই আপনারা সকলে বন্য প্রাণি সংরক্ষণে ভূমিকা পালন করবেন। এ সময় উপস্থিত জনগণ তার এ মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান এবং নিজেরাও বন্য প্রাণি বাঁচতে সাহায্য করবেন বলে জানান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৮ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ