দুমকিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, ৪০যাত্রী আহত!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, ৪০যাত্রী আহত!
শনিবার ● ১৬ জুলাই ২০২২


দুমকিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, ৪০যাত্রী আহত!

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ঢাকা-কুয়াকাটা রুটের ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে অন্ততঃ ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ জুলাই)  রাত সাড়ে ৩টায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আঞ্চলিক কৃষি গবেষনা ইনস্টিটিউটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়। দূর্ঘটনায় পতিত বাসযাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অন্ততঃ ৪০যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন বাহনে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উল্টে থাকা গাড়ীটি হেফাজতে নেয়। তবে গাড়ীর চালক হেলপার পালাতক রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৮:০১ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ