আগামী জাতীয় নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন- ব্রিঃ জেঃ (অব:) হাবিব

প্রথম পাতা » পটুয়াখালী » আগামী জাতীয় নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন- ব্রিঃ জেঃ (অব:) হাবিব
শনিবার ● ৯ জুলাই ২০২২


আগামী জাতীয় নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন- ব্রিঃ জেঃ (অব:) হাবিব

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

আগামী জাতীয় নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন-জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বিভিন্ন পরিচ্ছন্ন নেতাদের খুঁজে বের করে দলকে একটি নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছেন। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. হাবিবুর রহমান এ কথা বলেন। এসময় তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান’র জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধু তার সেই ঐতিহাসিক ভাষনের মাধ্যমে এদেশের জনগনকে স্বাধীনতার জানান দিয়েছিলেন। বাঙ্গালী জাতি সেদিন তার সেই ডাকে সারা দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পরেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি চমক দেখাবেন। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহনযোগ্য একটি নির্বাচন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ. আর মুক্তা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস. কে রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদুল হক, সাবেক অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমন আল আহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।


এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:২৫ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ