পটুয়াখালীতে টর্নেডোতে ৭বসত:ঘর বিধ্বস্ত, নিহত-১

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে টর্নেডোতে ৭বসত:ঘর বিধ্বস্ত, নিহত-১
রবিবার ● ৩ জুলাই ২০২২


পটুয়াখালীতে টর্নেডোতে ৭বসত:ঘর বিধ্বস্ত, নিহত-১

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোর আঘাতে নিহত হয়েছে বাবা, আহত হয়েছে মেয়ে। ৪০ সেকেন্ডের স্থায়ী এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৭টি বসতঘর। রবিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পৌরশহরের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহিন হাওলাদার (৪৫) একজন মাছ ব্যবসায়ী এবং ওই এলাকার মৃত খবির হাওলাদারের পুত্র। তার আহত মেয়ে হল সনিয়া আক্তার(১৭)।

নিহত শাহিনের খালা চান ভানু জানান, দুপুর দেড়টায় অকষ্মিক টর্নেডো আঘাতহানে। এসময় ঘর ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে রান্নায় ব্যস্ত সনিয়া আক্তার। এই ঘরের চাল উড়ে গিয়ে লাউকাঠী নদীতে গোসলরত শাহিন হাওলাদের গলায় আঘাত হানে। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষনা করেন।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:৩২ ● ৩৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ