গৌরনদীতে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, কলেজ ছাত্র কারাগারে

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, কলেজ ছাত্র কারাগারে
বুধবার ● ২৯ জুন ২০২২


গৌরনদীতে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, কলেজ ছাত্র কারাগারে

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বরিশালের গৌরনদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার সন্দেহে গ্রেফতারকৃত কলেজ ছাত্র সৌভিক সাহা (১৯)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বরিশাল আদালত।
মঙ্গলবার দুপুরে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে (সৌভিক) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে (সৌভিক) উপজেলার বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিল্টু সাহা’র ছেলে। এবারের এ্ইচএসসি পরীক্ষায় সৌভিক সাহা মাদারীপুরের ডাসার ডি.কে আইডিয়াল এন্ড সৈয়দ আতাহার আলী একাডেমী কলেজ থেকে  বিজ্ঞান বিভাগে উত্তীর্ন হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. শাহ্জাহান জানান, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের সৌভিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যম souvik  saha  নামের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয়, বাংলাদেশ ধ্বংসকারী শেখ হাসিনার পরিবারের সকলের মৃত্যু কামনা করে বার্থী মন্দিরে পূজা চলছে। সকলে আসবেন। ধন্যবাদ। ওই স্ট্যাটার্সের বিষয়টি থানা পুলিশ সোমবার (২৭জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে জানতে পারেন। এরপর পুলিশ ওই ফেসবুক আইডি থেকে স্কীন শর্ট দিয়ে ওই স্ট্যাটার্সের কপি সংগ্রহ করে। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকাই গ্রামে বিল্টু  সাহা’র বাড়িতে অভিযান চালিয়ে ফেসবুকে ট্যাটাস দেয়ার সন্দেহে সৌভিক সাহা (১৯)কে আটক ও তার ব্যবহৃত ডেসটপ কম্পিউটারটি জব্দ করেন। বিশেষ আইনের ৫৪ ধারায় গ্রেফতারকৃত সৌভিক সাহাকে মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে (সৌভিক) কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মো. শাহ্জাহান জাানন।

এআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:৪৬ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ