দশমিনায় বুদ্ধিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের প্রতিযোগীতা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় বুদ্ধিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের প্রতিযোগীতা
সোমবার ● ২৭ জুন ২০২২


দশমিনায় বুদ্ধিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের প্রতিযোগীতা

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলা-২০২২ তারা ঝিলমিল পটুয়াখালীর দশমিনায় বিশেষ চাহিদা সম্পন্ন ৯টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ  গ্রহনে আবৃত্তি, গান, নৃত্য ও কোরান তালোয়াত প্রতিযোগীত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ তারা ঝিলমিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ কামাল হোসেন জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ভার্চুয়ালে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা  করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, অনিমেষ কান্তি হাওলাদার উপ-পরিচালক , পটুয়াখালী জেলা তথ্য অফিস, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর অহাম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম মিয়াসহ আরো অনেকে। পরে বিজয়ীসহ সকল শিক্ষার্থীদের পুরুস্কার দেয়া হয়।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫১ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ