পদ্মায় ট্রলার ডুবিতে চরফ্যাসনের কলেজ নিখোঁজ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পদ্মায় ট্রলার ডুবিতে চরফ্যাসনের কলেজ নিখোঁজ!
শনিবার ● ২৫ জুন ২০২২


পদ্মায় ট্রলার ডুবিতে চরফ্যাসনের কলেজ নিখোঁজ!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার ছাত্রলীগের সভাপতিসহ ৪জন পদ্মা সেতুর উদ্বোধন শেষে ঢাকা উদ্দেশ্য ট্রলারে যোগে ঢাকা যাওয়ার পথে ট্রলার উল্টে ৪জন নিখোজ হয়। এদের মধ্যে ৩জন উদ্ধার হলেও কলেজ ছাত্র তামিম নিখোঁজ রয়েছে।
নিখোঁজের স্বজন ও লঞ্চের যাত্রী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহদি সোহাগ, মামুন,শরিফ ও তামিমসহ ৪জন তাদের নিটক আত্মিয় শহীদুল ইসলাম ঢাকায় মারা গিয়েছেন। এই সংবাদে তারা ট্রলারে ঢাকায় রওয়ানা দিলে ট্রলার নদীর ঢেউতে উল্টে যায়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহদি হাসান সোহাগ, মামুন, শরিফ ৩জনকে উদ্ধার করেছে আইন শৃংখলা বাহিনী। তবে তামিম (২১) নামে কলেজ ছাত্র খোঁজ মেলেনি। তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
এদিকে তামিমের নিখোঁজের সংবাদে লঞ্চে থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন পৌর মেয়র এইচ এম মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংঠগনের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৪ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ