পদ্মা সেতু উদ্বোধনে যোগ দিতে গলাচিপায় মানুষের ঢল

প্রথম পাতা » পটুয়াখালী » পদ্মা সেতু উদ্বোধনে যোগ দিতে গলাচিপায় মানুষের ঢল
শনিবার ● ২৫ জুন ২০২২


পদ্মা সেতু উদ্বোধনে যোগ দিতে গলাচিপায় মানুষের ঢল

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা থেকে পদ্মা সেতু উদ্বোধনে যোগ দিতে লঞ্চে হাজার মানুষের ঢল নেমেছে। রাত পোহালেই দ্বার খুলবে স্বপ্নের সেতুর। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে মাওয়ার পথে রওয়ানা হয়েছেন উপজেলার হাজারো মানুষ। ১১৩ পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি) তার নির্বাচনী এলাকা গলাচিপা-দশমিনার দলীয় নেতা কর্মীদের নিয়ে লঞ্চযোগে উদ্বোধনস্থলে গিয়েছেন। এজন্য তিনি গলাচিপা লঞ্চঘাট থেকে বাগেরহাট-২ লঞ্চ নিয়ে শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় নেতা-কর্মীদের নিয়ে ছেড়ে গেছেন। যাতে করে রাতে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছাতে পারেন।
বাগেরহাট-২ লঞ্চকে নতুন রূপে সাজিয়ে গলাচিপা-দশমিনা উপজেলার মানুষ যোগ দিয়েছেন পদ্মা সেতুর উদ্বোধনে। অপরদিকে পদ্মা সেতুর উদ্বোধনের সংবাদে গলাচিপা-দশমিনা উপজেলায় এখন সাজসাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। গলাচিপা পৌর শহরের প্রবেশদ্বার, লঞ্চঘাট, খেয়াঘাট, ফেরিঘাটে রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দক্ষিণাঞ্চলের মানুষ আজ চিরকৃতজ্ঞ। আমরা গলাচিপা-দশমিনা বাসী আনন্দিত। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে আমার সংসদীয় উপজেলা থেকে লঞ্চে নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে এসেছি যাতে আমার আসনের মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:৪৬ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ