গলাচিপায় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
শুক্রবার ● ২৪ জুন ২০২২


গলাচিপায় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় “হাজী আ. ওহাব খলিফা স্মৃতি সংসদ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাইস্কুল খেলার মাঠে বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কলেজপাড়া একাদশ ও শান্তিবাগ সজীব স্মৃতি একাদশ এই দুইটি দল অংশগ্রহণ করে। মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সভাপতিত্ব করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ।
আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, প্যানেল মেয়র সুশীল বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শান্তিবাগ সজীব স্মৃতি একাদশ কলেজপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি এসএম শাহজাদা সাজু (এমপি) বলেন, খেলাধুলা ছেলেদের মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমেই যুবসমাজ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে যাতে তরুণ প্রজন্ম নিজেদের জড়িয়ে না ফেলে, সে লক্ষেই ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার উদ্যোগ গ্রহণ করা হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:১৭ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ