রাঙ্গাবালীতে জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ২৪ জুন ২০২২


রাঙ্গাবালীতে জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা দাবিতে মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

অবৈধ দখলদারদের হাত থেকে নিজেদের জমি রক্ষা ও উদ্ধারের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রশাসনের সহায়তা চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২৪ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের পশ্চিম কাউখালী গ্রামে এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বশির হাওলাদার, দাদন হাওলাদার, বাচ্চু মৃধা, মজিবুর রহমান মিন্টু, রুবেল হাওলাদার ও মফিদুল হাওলাদার প্রমুখ।  এসময় ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৫০ বছর ধরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে ৫৯জন অংশীদারের পৈত্তিক সূত্রে মালিকানাধীন জমি বেদখল রয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজা মেম্বার, স্বপন মাস্টার ও হেলাল মীরসহ কয়েকজন জোরপূর্বক   ভুক্তভোগীদের ৮দশমিক ৮৮একর জমি জবরদখল করে রেখেছেন। তাই অবৈধ দখলদারদের কাছ থেকে তাদের বেদখলীয় জমি উদ্ধারে প্রশাসনের সার্বিক সহযোগীতা চান ভুক্তভোগীরা।
তবে এসব বিষয় অস্বীকার করে অভিযুক্তদের মধ্যে স্বপন মাস্টার বলেন, ‘আমরা ক্রয়সূত্রে রেকর্ডি মালিক। আমাদের সকল কাগজপত্র আছে। আমরা কারও জমি অবৈধভাবে দখল করিনি।’

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩২:০৫ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ