মাছ ধরায় নিষেধাজ্ঞা চরাফ্যাশনে প্রখম দিনেই জরিমানা, নৌকা নিলামে

প্রথম পাতা » ভোলা » মাছ ধরায় নিষেধাজ্ঞা চরাফ্যাশনে প্রখম দিনেই জরিমানা, নৌকা নিলামে
শুক্রবার ● ১ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন মেঘনা-তেতুয়ালিয়া নদীতে দু’মাস মাছ ধরা নিষিদ্ধের প্রথম দিনই নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীন অভিযান চালায়। এতে এক জেলের ৫হাজার টাকা জরিমানা। দুটি নৌকা নিলাম ও ১হাজার মিটার জাল পুুড়িয়ে দিয়েছে।
অফিস সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু‘মাস মাছধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালায়। বেতুয়া ঘাট থেকে মোসলেহ উদ্দিন মাঝিকে আটক করে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ২ নৌকা সাড়ে ৩হাজার টাকা করে ৭হাজার টাকা নিলামে দেয়া হয়েছে। ১ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে। এই সময় পুলিশ, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী রেজাউল করিম, মৎস্য অফিসের আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে বলে মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:১২:১৬ ● ৫৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ