ভোলায় মাছ শিকারের দায়ে ১৩ জেলের কারাদণ্ড

প্রথম পাতা » ভোলা » ভোলায় মাছ শিকারের দায়ে ১৩ জেলের কারাদণ্ড
শুক্রবার ● ১ মার্চ ২০১৯


প্রতীকী ছবি
ভোলা সাগরকন্যা প্রতিনিধি ॥
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ১৩ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন-হানিফ, আবদুর রব, জসিম, সবুজ, রুবেল, কামাল, শাজাহান, আলম, মফিজ, ইউনুস, নুরউদ্দিন, ফারুক ও রুবেল। তাদের বাড়ি সদর উপজেলার ধনিয়া, মদনপুর ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের অভয়াশ্রমে জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে ল্েয মৎস্য বিভাগের একটি টিম অভিযানে নামে। এ সময় অভিযান দলটি মেঘনা ও তেঁতুলিয়া নদীর নাছির মাঝি, ভোলার খাল, কাঠির মাথা ও ইলিশা পয়েন্ট থেকে মাছ শিকারের দায়ে ১৩ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেন। ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা হিসেবে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ইলিশসহ যেকোনো মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন দন্ডনীয় বলে জানায় মৎস্য বিভাগ।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৬ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ