কাউখালীতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮দফা দাবিতে সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮দফা দাবিতে সমাবেশ
শনিবার ● ১৮ জুন ২০২২


কাউখালীতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮দফা দাবিতে সমাবেশ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরন এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের কাউখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেলে  কাউখালী উপজেলা পরিষদ সামনের সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট কাউখালী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জোটের সভাপতি সংস্কৃতিজন সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, সূর্যোদয় খেলাঘর আসরের সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু, সহসভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, উত্তরায়ণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বীথিকা সাহা, জাতীয় কবিতা পরিষদের রুহুল আমিন তালুকদার , মানিক লাল ভট্টাচার্য,সংস্কৃতিকর্মী অসীম দাস, স্বপন বিশ্বাস, শ্যামল হালদার প্রমূখ।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা, দেশের সংস্কৃতি খাতের উন্নয়নে জাতীয় বাজেটের কমপক্ষে এক শতাংশ বরাদ্দের দাবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৮ দফা দাবি  বাস্তবায়নের লক্ষ্যে জন্য সরকারের প্রতি আহবান জানান।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:২৯ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ