তালতলীর ৫ইউপিতে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

প্রথম পাতা » বরগুনা » তালতলীর ৫ইউপিতে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
বুধবার ● ১৫ জুন ২০২২


তালতলীর ৫ইউপিতে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

মুই মেশিনে ভোড দিছি। মোর এ্যাকছের ভালো লাগছে। মুই বুছি নাই মেশিনে ভোড দেতে এ্যতো সোজা। মুই মোর পছন্দের মানেরে ভোড দিছি। প্রতিবেশীর কোলে হুলাটানা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা প্রতিবন্ধি ৮৫ বছরের বৃদ্ধা রাশিদা বেগম এ কথা বলেন। তার বাড়ী তালতলী উপজেলার হুলাটানা গ্রামে। তার স্বামীর নাম নুর মোহম্মদ।  শান্তিপুর্ণ পরিবেশে বুধবার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে।
জানাগেছে, তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া, ছোটবগী, কড়াইবাড়িয়া, বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নে শান্তিপূর্ণভাবে বুধবার ভোট গ্রহন শেষ হয়েছে। এর মধ্যে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামের নুর মোহম্মদ মিয়ার ৮৫ বছরের স্ত্রী প্রতিবন্ধি বৃদ্ধ রুশিয়া বেগম প্রতিবেশী রাশিদা বেগম ও নাজমুলের কোলে এসে হুলাটানা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। সহকারী প্রিজাইটিং অফিসার মোঃ জাকির হোসেনের  সহযোগীতায় গোপন কক্ষে ভোট দেন। ভোট কেন্দ্রে থেকে প্রতিবেশী রাশিদা ও নাজমুলের কোলের বাহিরে এসে তিনি তার ইভিএম ভোট দেয়ার প্রতিক্রিয়ার বলেন, মুই মেশিনে ভোট দিছি। মোর এ্যাকছের ভালো লাগছে। মুই বুছি নাই মেশিনে ভোড দেওয়া এ্যতো সোজা। মুই মোর পছন্দের মানেরে ভোড দিছি। ৮০ বছর বয়সি রশমান বিবি বলেন, মুই মোর পোলার লগে আইয়্যা মেশিনে ভোট দিছি। মোর ভালো লাগছে। বড়পাড়া গ্রামের ৭৬ বছর বয়সি বৃদ্ধ ছত্তার সিকদার বলেন, ভোট দিতে সময়ই লাগে নায়।  ছোটবগী ইউনিয়নের নাইবের তবক গ্রামের  বৃদ্ধ মানিক খাঁন বলেন, মুই আগে বুঝি নাই মেশিনে ভোড দেওয়া এ্যাতো সোজা। আইজ দ্যাখলাম। মোর এ্যাকছের ভালো লাগছে। আগে মোরা ভাবছি কি যেন এ্যাহন দ্যাখলাম এ্যাকছের সোজা। এদিকে বুধবার সকাল ৮ টা থেকে কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে শেষ হয়েছে। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি ছিল খুই ভালো।
ছোটবগী ইউনিয়নের বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মোঃ নজরুল ইসলাম ডাকুয়া ও আব্দুল আজিজ হাওলাদার বলেন, এতো শান্তিপুর্ণ পরিবেশে ভোট বিগত ২০ বছরে হয়নি। ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
নিশানবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জালাল প্যাদা বলেন, জয় পরাজয় যাই হোক সুন্দর পরিবেশে  ভোট হয়েছে। ছোটবগী ইউনিয়ন পরিষদ নৌকার প্রার্থী মোঃ তৌফিকউজ্জামান তনু বলেন,  শান্তিপুর্ণভাবে ভোট হয়েছে। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। পুর্ব গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটিং অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তালতলী নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন অপু বলেন, চমৎকার আইন শৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহন শেষ হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৬ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ