নাজিরপুরে সতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে সতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা!
মঙ্গলবার ● ১৪ জুন ২০২২


নাজিরপুরে সতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনের প্রচারণায় উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার  কর্মীদের মারধরসহ এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাসানাত ডালিম মঙ্গলবার (১৪ জুন) দুুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের নির্বাচনী প্রচারনা শুরুর পর থেকে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কবির হোসেন বাহাদুর ও তার লোকজন একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারশ প্রতীকের হাসানাত ডালিমের লোকজনকে বিভিন্নভাবে ভয়-ভীতিসহ এলাকা ছাড়ার হুমকী দিয়ে আসছেন। এমন কি সোমবার (১৩জুন) সন্ধ্যায় পার্শ্ববর্তী দীর্ঘা ইউপি’র চেয়ারম্যান আশুতোষ বেপারীসহ কিছু বহিরাগত সন্ত্রাসীরা তার নির্বাচনী এজেন্ট ৯নম্বর ওয়ার্ডের নির্বাচনী এজেন্ট হাসানাত বাবুকে মারধর করে এলাকা ছাড়ার নির্দেশ দেন। এছাড়াও  মঙ্গলবার সকালে বৈঠাকাট বাজারে বসে নৌকার কর্মী স্থানীয় জুয়েল ও শামীমের নেতৃত্বে ৬-৭ জনে তার ৪ কর্মীকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. কবির বহাদুর এমন অভিযোগ মিথ্যা দাবী করে জানান, ওই প্রার্থীর সাথে তার খুবই ভালো সম্পর্ক। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর নৌকা প্রতীকের প্রার্থী ও  কর্মীদের হামলার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি দোবরা ইউনিয়নের আগামী কাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০০:২৬ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ