গলাচিপার বদনাতলী লঞ্চঘাটে সিসি ক্যামেরা স্থাপন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপার বদনাতলী লঞ্চঘাটে সিসি ক্যামেরা স্থাপন
রবিবার ● ১২ জুন ২০২২


গলাচিপার বদনাতলী লঞ্চঘাটে সিসি ক্যামেরা স্থাপন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চঘাট ও খেয়াঘাটের দুর্নীতি দমনে সিসি ক্যামেরা স্থাপন করেছে গলাচিপা থানা পুলিশ। বদনাতলী লঞ্চঘাট ও খেয়াঘাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্ত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে।
শনিবার (১১ জুন) বিকাল সাড়ে ৫ টায় বদনাতলী লঞ্চঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের পরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআর এম শওকত আনোয়ার ইসলাম। এ সময় শওকত আনোয়ার ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। লঞ্চ ও খেয়া পারাপারের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছি। এতে দুর্নীতির পাশাপাশি অপরাধ কর্মকা- অনেক কমে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরো জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে এখানের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। অত্র স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে পৌঁছতে পারবে। অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না। ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনষ্ঠিানে রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মস্তফা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ, ওসি তদন্ত মো. আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪০ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ