আমতলীতে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার
রবিবার ● ১২ জুন ২০২২


আমতলীতে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

তিন সন্তানের জননী মোসাঃ কাজল বেগমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পরিবার। পরিবারের দাবী মৃগীরোগী হওয়ায় পুকুরে ডুবে মারা গেছেন। ঘটনা ঘটেছে রবিবার (১২ জুন)দুপুরে আমতলী উপজেলার তারিকাটা গ্রামে।
জানাগেছে, উপজেলার তারিকাটা গ্রামের মোঃ জাকির হাওলাদারের স্ত্রী মোসাঃ কাজল বেগম রবিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে তিনি ঘরে ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে তার মরদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে। তাৎক্ষনিক স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষনা করেন। পরিবারের দাবী কাজল বেগম মৃগীরোগে আক্রান্ত ছিল। পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছেন।
কাজল বেগমের দেবর মোঃ মাসুম হাওলাদার বলেন, ভাবী দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিল। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪০:০৬ ● ১৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ