গলাচিপায় পূর্বশত্রুতায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পূর্বশত্রুতায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন!
মঙ্গলবার ● ৭ জুন ২০২২


গলাচিপায় পূর্বশত্রুতায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পূর্র্ব শত্রুতার জের ধরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে ১ থেকে দের মন মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুন) বিকাল ৪টার দিকে গোলখালী ইউনিয়নের কালুখা গ্রামের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী হচ্ছেন সামসুল হক চৌকিদারের ছেলে তোফাজ্জেল চৌকিদার (৫০)। তোফাজ্জেল চৌকিদার জানান, ১৫ বছর পর্যন্ত পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছি। জমি জমার জেরে আমার প্রতিপক্ষ আমার বড় ভাই মোজাম্মেল চৌকিদার (৬০) ও তার ছেলে নবীন চৌকিদার (২৭) গং আমার পুকুরে বিষ প্রয়োগ করে ১ থেকে দেড় মন মাছের পোনা নিধন করে। এতে প্রায় আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকার ক্ষতি হয়। এখন আমি পথে বসে গেছি।

তিনি আরো জানান, আমার পুকুরটি আমার টাকায় সরকার বাহাদুরের কাছ থেকে সরকারিভাবে বন্দোবস্ত নেই। আমার আবেদনকৃত বন্দোবস্ত জমিটি ভুলক্রমে আমার ভাই মোজাম্মেল চৌকিদারের নামে হয়। আমার বাবা মা উক্ত জমিটি আমার নামে সঠিক করে লিখে দেওয়ার কথা বললেও আমার ভাই আজ দিব কাল দিব বলে ঘুরাইতেছে। উক্ত জমির মধ্যেই আমার পুকুর। সেই পুকুরের মাছের ক্ষতিপূরণ ও জমির দলিল ফিরে না পেলে আমি মামলা করব।

এ বিষয়ে ঐ এলাকার দুলাল মৃধা, অহায়েদ হাওলাদার, মজিবর, আলম সিকদার, তারা মিয়া, নাসির চৌকিদার এরা জানান, দীর্ঘদিন পর্যন্ত এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেেছ তোফাজ্জেল চৌকিদার পুকুরে বিষ প্রয়োগ করায় পথে বসে গেছে তোফাজ্জেল চৌকিদার। এ বিষয়ে মোজাম্মেল চৌকিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঐ পুকুরের জমি সরকার বাহাদুর আমার নামে বন্দোবস্ত দিয়েছে। এতদিন ও খেয়েছে। এখন আমার জমি আমি ভোগ দখল করব। ইউপি সদস্য দেলোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন।

 ইউপি চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, দু’পক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদে বসে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এসডি/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:২৪:৪০ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ