কলাপাড়ায় নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে দু’প্রার্থীর কর্মীকে অর্থদন্ড

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে দু’প্রার্থীর কর্মীকে অর্থদন্ড
সোমবার ● ৬ জুন ২০২২


কলাপাড়ায় নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে দু’প্রার্থীর কর্মীকে অর্থদন্ড

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর কর্মীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলার লতাচলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতা পাখা মার্কা চোয়ম্যান প্রার্থীর কর্মী হাবিবুর রহমান মেজবা ১০ হাজার টাকা ও ঘড়ি মার্কা মেম্বর প্রার্থীর এক কর্মী রুহুল আমিনকে আরো ১০হাজার টাকা জারিমানা করা হয়।
এছাড়া একই দিন সড়ক পরিবহন আইনের ধারা লঙ্ঘনের দায়ে আবদুল রসিদ ২০০ টাকা, মো. জাবেদ ২০০, মো. মজিব ১০০০ টাকা ও মো. শাহিন হাওলাদাকে ১০০০ টাকা জরিমান করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবুবক্কর সিদ্দিকী। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকবে।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৬ ● ১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ