স্বতন্ত্র প্রার্থীকে ফাঁসাতে তালতলীতে আ’লীগ প্রার্থীর কর্মীসমর্থকের বিরুদ্ধে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ!

প্রথম পাতা » বরগুনা » স্বতন্ত্র প্রার্থীকে ফাঁসাতে তালতলীতে আ’লীগ প্রার্থীর কর্মীসমর্থকের বিরুদ্ধে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ!
সোমবার ● ৬ জুন ২০২২


বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসীরা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ নির্বাচনী অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাংচুরের দৃশ্য স্থানীয় লোকজন দেখে ফেলায় তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা ও হয়রানী করতে আওয়ামীলীগ প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া মধ্যবাজার এলাকার রবিবার রাতে।
জানাগেছে, তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন। ওই নির্বাচনে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন পান আব্দুল রাজ্জাক হাওলাদার। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু জাফর খোকন হাওলাদার প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারনা শুরু থেকেই  আওয়ামীলীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারনায় বাঁধা দিচ্ছে বলে সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আবু জাফর খোকন হাওলাদার। তারই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মামলা দিয়ে হয়রানী করতে রবিবার রাতে আওয়ামীলীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নির্বাচনী অফিস ভাংচুর করে। ভাংচুরের দৃশ্য স্থানীয় লোকজন দেখে ফেলায় বিপাকে পড়ে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা তাদের জীবন নাশের হুমকি দেয় চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের সন্ত্রাসী বাহিনী লাঠি-সোঠা নিয়ে রাতের আধারে আওয়ামীলীগ নির্বাচনী অফিসে ঢুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে।  ভাংচুরের দৃশ্য আমরা দেখে ফেলায় সন্ত্রাসীরা আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার বলেন, আওয়ামীলীগ প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও  নির্বাচনী অফিস ভাংচুর করে আমার কর্মী সমর্থকদরে বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করতে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ প্রার্থী তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। আমাকে প্রচারনায় বাধা দিচ্ছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের এমন জঘন্য ঘটনার শাস্তি দাবী করেন তিনি।
এ বিষয়ে জানতে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
তালতলী থানার ওসি মোঃ কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, রাতেই খবর পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৪ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ