পটুয়াখালীতে প্রক্সি পরীক্ষা দেয়ায় ৪জনের সাজা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে প্রক্সি পরীক্ষা দেয়ায় ৪জনের সাজা
শুক্রবার ● ৩ জুন ২০২২


পটুয়াখালীতে প্রক্সি পরীক্ষা দেয়ায় ৪জনের সাজা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে প্রাইমারি শিক্ষক  নিয়োগ পরিক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪জনকে বিভিন্ন মেয়াদ সাজা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকালে পটুয়াখালী সদরের জুবলী স্কুল পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে আসায় পাবনার মোঃ মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমন (২৯) কে ১৮৬০ দন্ডিধিতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন পটুয়াখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল। একই অপরাধে পটুয়াখালী পলিটেকনিকেল কলেজ কেন্দ্র থেকে কিশোরগঞ্জের মোঃ পাবেল(২৬), ও ফরিদপুরের মোঃ জাহিনুর মুন্সি জাহিদ (২৯) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন পটুয়াখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন। অপরিদকে পরীক্ষা কেন্দ্রে সহযোগিতা করার দায়ে আবদুল  করিম মৃধা কলেজের শিক্ষক মোঃ ইউসুফ আলমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, শুক্রবার সকালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষায় শুরু হলে এদের সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের এ সাজা প্রদান করে কারগারে পাটানো হয়।
উল্লেখ্য, সকাল  থেকে এ নিয়োগ  পরীক্ষা শুরু হয়।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:১২ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ