আমতলীতে গাঁজাসহ মোটর সাইকেল চালক গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে গাঁজাসহ মোটর সাইকেল চালক গ্রেফতার
বৃহস্পতিবার ● ২ জুন ২০২২


আমতলীতে গাঁজাসহ মোটর সাইকেল চালক গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

মোটর সাইকেল চালানোর আড়ালে গাঁজা বিক্রি করতো জিয়া হাওলাদার। বুধবার রাতে র‌্যাব সদস্যরা  ৩’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার ঘোপখালী গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার গত ৫ বছর ধরে ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে আসছে। মোটর সাইকেল চালানোর আড়ালে সে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। বুধবার রাতে সে ঘোটখালী গ্রামে গাঁজা বিক্রি করতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশী করে ৩ ’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ বৃহৎস্পতিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, মাদক বিক্রেতা জিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:২৪ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ