নাজিরপুরে আ’লীগের বর্ধিত সভা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে আ’লীগের বর্ধিত সভা
শনিবার ● ২৮ মে ২০২২


---নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে অ’লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ মে) উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সংগঠনের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মনিন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. নির্জন কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক  মো. মোশারেফ হোসেন খান, সহ-সভাপতি মো. আফজাল হোসেন খান, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ আলম ফরাজী, মো. টিপু সুলতান, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ। সভায় আগামী ১৯ জুন উপজেলা আ’লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষনা করা হয়।  এর আগে এখনো সংগঠনের যে সব ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি গঠন করা হয় নি সেখানে ওই তারিখের আগে কমিটি  গঠনের সিদ্ধান্ত দেয়া হয়।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৯:০৬ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ