গাজায় হামাস ল্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

প্রথম পাতা » বিশ্ব » গাজায় হামাস ল্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯


গাজায় হামাস ল্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল
সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক ॥
ইসরাইল গাজার কয়েকটি জঙ্গি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন ভূখন্ড থেকে ছোঁড়া বিস্ফোরক বেলুন ইহুদি রাষ্ট্রটির একটি বাড়িতে আঘাত হানার পর তেলআবিব এ হামলা চালিয়েছে। বিস্ফোরণে বাড়িটির তি হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

খবর বার্তা সংস্থা এএফপি’র। বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইসরাইলের একটি আবাসিক এলাকা ল্য করে গাজা ভূখন্ড থেকে একটি বিস্ফোরক বেলুন ছোঁড়া হয়। এটি বাসাতেই বিস্ফারিত হয়।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এর জবাবে ইসরাইলের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে কয়েকটি সন্ত্রাসী ল্যবস্তুতে হামলা চালিয়েছে।’

গাজায় প্রত্যদর্শীরা জানান, গত বুধবার রাতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের একটি অবস্থান ল্য করে হামলা চালানো হয়েছে। গাজা সিটির দেিণ দির আল বালাহ’র পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩২ ● ৩৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ