কাউখালীতে ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২


কাউখালীতে ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ করে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে আমরাজুড়ি-ফেরিঘাট হতে ঝালকাঠীর শেখেরহাট সড়কের আমরাজুড়ি ফেরিঘাট এলাকার রাস্তার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গেল ২০এপ্রিল পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙ্গনরোধের ব্যবস্থা গ্রহনের নির্দশ দেন। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড ৬৩ লাখ টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে এ জিও ব্যাগের ডাম্পিং প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:০৭ ● ১৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ