নেছারাবাদে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২


নেছারাবাদে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

নেছারাবাদ(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিকতা বিষয়ক এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবেলিটিজ(এনএএএনডি),মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তররের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ওরিয়েন্টেশন ওয়ার্কশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুরের সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রজিত বড়াল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সুমন হালদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাংগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,ইমাম সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ অংশ নেয় ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:৪৫ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ