ইন্দুরকানীতে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
বুধবার ● ২৫ মে ২০২২


ইন্দুরকানীতে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুতায়িত হয়ে নাহিদা বেগম (২৫) নামের এক গৃহবধূর  মৃত্যু  হয়েছে। তিনি  উপজেলার  মধ্য ইন্দুরকানী গ্রামের মসজিদের ইমাম মোঃ আল- আমিন হাওলাদারের স্ত্রী। বুধবার  (২৫ মে) দুপুরে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের হাওলাদার বাড়িতে ওই  দুর্ঘটাটি ঘটেছে ।
নিহতের পরিবার, থানা পুলিশ ও স্হানীয় সূত্রে  জানা গেছে, গৃহবধূ নাহিদা ওই দিন দুপুরে গোসল করে ঘরের ভিতরে ঢুকে পানির মটারের লাইনের সুইচ বন্ধ করতে গেলে অসাবধানতাবশত  তিনি বিদ্যুতায়িত হন। এসময়  পাশের বাসার এক মহিলা  তাকে খুঁজতে এসে এক হাতের  আঙ্গুল  ও কব্জি পোড়া অবস্হায়  পানির মোটর এর পাশে পড়ে  থাকতে দেখে স্হানীয় পল্লী বিদ্যুৎ অফিস ও থানা পুলিশকে  খবর দেন। পরে খবর পেয়ে   ইন্দুরকানী থানা পুলিশ এসে  ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করেন ।
ইন্দুরকানী থানার ওসি মো.  এনামুল হক জানান,   অসাবধানতাবশত মটারের পানির লাইনের সুইচ বন্ধ করতে গিয়ে  বিদ্যুতায়িত  হয়ে  নাহিদা নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৩:০২ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ