কলাপাড়ায় বসবাসকৃত জমির বিপরীতে অধিগ্রহণের টাকা উত্তোলন!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় বসবাসকৃত জমির বিপরীতে অধিগ্রহণের টাকা উত্তোলন!
সোমবার ● ২৩ মে ২০২২


কলাপাড়ায় বসবাসকৃত জমির বিপরীতে অধিগ্রহণের টাকা উত্তোলন!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উপজেলার লালুয়ায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন করা বেড়িবাঁধের ওপর বসবাস করে ফের পায়রা বন্দরের অধিগ্রহণের আওতায় ক্ষতিপুরনের ৭৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারিপাড়া গ্রামের শাহিন প্যাদা পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, লালুয়ায় পানি উন্নয়ন বোর্ড ১৯৯৫-১৯৯৬ অর্থ বছরে এল এ কেস নম্বর ০৪ এর মাধ্যমে  ৩৪৫ নম্বর দাগ থেকে ৩৬৩ নম্বর দাগ পর্যন্ত ২৫০ ফুট প্রস্থ এলাকা অধিগ্রহণ করে।  যেখানে পরে বেড়িবাঁধ করা হয়। অধিগ্রহণ করা জমিতে বসবাস করা মোশারেফ হাওলাদার, মফেজ হাওলাদারসহ ৯ জনে এল এ কেস ১৪/২০১৫-১৬ এর মাধ্যমে পায়রা বন্দর কর্তৃক অধিগ্রহণ দেখিয়ে ক্ষতিপুরণ বাবদ ৭৫ লাখ টাকা উত্তোলন করে নেয়। এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩১ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ