নাজিরপুরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন
রবিবার ● ২২ মে ২০২২


নাজিরপুরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের নাজিরপুরে শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শনিবার রাতে উপজেলা শিক্ষা কমিটির উদ্যোগে এর একটি চুড়ান্ত নির্বাচনী তালিকা নির্র্বাচন করা হয়। এতে উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও  লেবুজিলবুনিয়া ইস: ফাজিল মাদরাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।
নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মল্লিক ও লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ফরিদ আহম্মেদ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক, কাইলানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চম্পন কুমার মিস্ত্রী ও এসএম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার মো. মাসুদ রানা উপজেলার শ্রেষ্ঠ  শিক্ষক। সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শাহাজাদি ইসলাম মিথিলা, চাঁদকাঠী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবিহা আক্তার ও লেবুজিলবুনিয়া ইসলামি ফাজিল মাদরাসার মো. ফাহিম আশরাফ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এ ছাড়া সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান সর্দার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ জানান, শিক্ষা কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে ওই তালিকা চুড়ান্ত করা হয়েছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৭ ● ২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ