ফুলবাড়ীতে বাইকারদের হেলমেট নিশ্চিতে পুলিশি অভিযান

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে বাইকারদের হেলমেট নিশ্চিতে পুলিশি অভিযান
রবিবার ● ২২ মে ২০২২


ফুলবাড়ীতে বাইকারদের হেলমেট নিশ্চিতে পুলিশি অভিযান

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মোটরসাইকেল আরোহীদের হেলমেট শতভাগ ব্যাবহার নিশ্চিত করণের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছেন।

সোমবার (২২ মে) সকাল ১০টায় দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন এর দিকনির্দেশনায় তার নেতৃত্বে ফুলবাড়ী থানার মুল ফটকে এই অভিযান পরিচালনা করে মামলা সহ জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম, এসআই আইনাল, এএসআই এনামুল সহ সংঙ্গীয় পুলিশ সদস্যগণ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, মোটর সাইকেল আরোহীদের হেলমেট শতভাগ ব্যাবহার নিশ্চিত করনের লক্ষে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে দূর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালক ও আরহীদের সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৬ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ