শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি করা সম্ভব নয়-প্রাণি সম্পদমন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি করা সম্ভব নয়-প্রাণি সম্পদমন্ত্রী
শুক্রবার ● ২০ মে ২০২২


শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি করা সম্ভব নয়-প্রাণি সম্পদমন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপশি শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রানিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম (এমপি)। পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন পাওয়ায় ২০ মে (শুক্রবার) নেছারাবাদের স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী আরও বলেন, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি করা কোন ভাবেই সম্ভব নয়, যে দেশের মেয়েরা যত বেশি শিক্ষিত হবে সে দেশ তত বেশী উন্নত হবে। শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। দেশের প্রতিটি ছেলে-মেয়ে যাতে শিক্ষা গ্রহন করতে পারে সেজন্য সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করছেন, উপবৃত্তি প্রদান করছেন, শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি দেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করছেন।
শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইউএনও মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এ ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মো. আব্দুস সালাম, প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খাঁন।
এর পূর্বে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ”ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে প্রনোদনা স্বরূপ গরুর বাছুর বিতরণ করেন। এসময় ইউএনও মো. মোশারেফ হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. আনিছুর রহমান, ইলিশ উন্নয়ন প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (বিপিএম), পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক, জেলা কৃষকলীগের সভাপতি চাঁন মিয়া মাঝি উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:২৭ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ