দুই ব্যবসায়ীর জরিমানা কলাপাড়ায় ৩ হাজার ৬ শ’ লিটার সয়াবিন তেল উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » দুই ব্যবসায়ীর জরিমানা কলাপাড়ায় ৩ হাজার ৬ শ’ লিটার সয়াবিন তেল উদ্ধার
বুধবার ● ১৮ মে ২০২২


 

উদ্ধারকৃত সয়াবিন তেল সাধারণ মানবুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ৬ শ’ ৮ লিটার ভোজ্য তেল সয়াবিন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তেল মজুদের দায়ে হানিফ হাওলাদার ও কমল কৃষ্ণ সাহা নামের দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী স্লুইজ ও মনোহরী পট্রির দুটি গুদামে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। পরে এসব তেল ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পুলিশ সসদ্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:০৯ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ