বাগেরহাটে ভূয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা!

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে ভূয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা!
মঙ্গলবার ● ১৭ মে ২০২২


বাগেরহাটে ভূয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা!

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥

বাগেরহাটের কচুয়ায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে নিজেকে এমবিবিএস পাশ দাবী করায় এম,এম মনির নামের এক ভূয়া চিকিৎসককে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মে) দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ওই  চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার এই দন্ডাদেশ দেন। এসময় ওই চিকিৎসকের চেম্বারটি সিলগালা করে দেয়া হয়। দন্ডপ্রাপ্ত এম,এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।

বাগেরহাট জেলা সহকারী কমিশনার রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই তিনি নিজেকে এমবিবিএস পাশ দাবী করে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখেছেন সেটিও ভূয়া।  তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একলাখ টাকা জরিমানা ও তার চেম্বারটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া তিনি আর কখনও চিকিৎসা সেবা প্রদান করবেন না বলে মুচলেকা দিয়েছেন।


এএইচবি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৮:৪৮ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ