নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নাজিরপুরে এসএসসি’র ফর্মপুরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষকদের চাহিদা মতো টাকা দিতে না পারায় ফর্ম পুরণে চরম ভোগান্তি সৃষ্টি হতে হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
জানা গেছে, মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চলতি বছরের পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগের ১৫ শত এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ১৪ শত টাকা করে ধার্য করেন। গত ১২এপ্রিল থেকে ফর্মপুরন শুরু হয়ে তা গত ১৬ মে পর্যন্ত চলছিলো। অভিযোগে জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা হাজী আব্দুল গনি, শ্রীরামকাঠী ইউজেকে, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর হক, দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সেশন চার্জ ও বেতনের অজুহাত দিয়ে এ টাকা আদায় করা হয়েছে। এ সব বিদ্যালয়ে ২১ শত টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত ফর্মপুরনের ফি আদায় করা হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেছে। উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী মোহনা আক্তার জানায়, পূর্বের সকল পাওনা পরিশোধ করা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ২৪ শত ৯০ টাকা করে রেখেছেন। তবে প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ জানান, তিনি সরকার নির্ধারিত বোর্ড ফি এবং সেশন চার্জ বাবদ ৬ শত টাকা করে নিয়েছেন। উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও অন্য সদস্যদের যোগসাজসে তাদের কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ সাড়ে ৪ হাজার টাকা করে আদায় করেছেন। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জামাল হায়দার ও প্রধান শিক্ষক মলয় মালাকার জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূর্বের পাওনাসহ ওই টাকা চাওয়া হয়েছে। তবে কোন কোন শিক্ষার্থী দেড় থেকে দুই হাজার টাকা করেও দিয়েছে। উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আশ্রাফুর রহমান জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২১ শত টাকা করে নিয়েছেন। তবে প্রধান শিক্ষক বিজয় হাতি জানান, আদার চার্জ সহ ওই পরিমান টাকা নেয়ার হয়েছে।
এএএইচ/এমআর