নাজিরপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ!
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২


নাজিরপুরে ১০ হাজার লিটার  সয়াবিন তেল জব্দ!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

পিরোজপুরের নাজিরপুরে প্রায় সারে ১০হাজার লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২মে) বিকালে উপজেলার  শ্রীরামকাঠী বন্দরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এসময় ওই  বন্দরের ৪ ব্যবসায়ীকে মোট ৩৪  হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-মামুনের নেতৃত্বে ওই বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ওই দোকানের    গোডাউনে থাকা ৩৭ ব্যারেল অবৈধ সয়াবিন তেল এবং একই বন্দরের আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল অবৈধ সয়াবিন তেল জব্দ করেন। এ সময় এম এম ট্রেডার্সের মালিক সুশিল কুমার  মন্ডলকে ১৫ হাজার টাকা এবং আশা ট্রেডার্সের মালিক মো. মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া  অতিরিক্ত  দামে তেল বিক্রির দায়ে ওই  বন্দরের শাজাহান হাজীকে ৪ হাজার টাকা ও বিজয় মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মো. আল মামুন জানান, এর আেেগ ওই দিন দুুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সব  দোকানে ওই অবৈধ তেল থাকার তথ্য পান। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোট ১০হাজার ৪শত লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়। জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া ওই তথ্য আমরা জাতীয় গোয়েন্দা সংস্থার জেলা কর্মকর্তাদের অবহিত করি। সে অনুযায়ী  ওই অবৈধ তেল জব্দ  করা হয়।

 

 

 

এএএইচ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:৩৮:১২ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ