কাউখালীতে গাঁজা সেবনের দায়ে দু’যুবকের সাজা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে গাঁজা সেবনের দায়ে দু’যুবকের সাজা
সোমবার ● ৯ মে ২০২২


কাউখালীতে গাঁজা সেবনের দায়ে দু’যুবকের সাজা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বহনের অপরাধে শাহান ওরফে অন্তর(১৯),ইয়ামিন হাওলাদার(১৮) নামে দুই যুবককে তিন মাসের কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(৮ মে) রাত ৯টার দিকে উপজেলার জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন কাউখালীর সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। কাউখালী থানা পুলিশ কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।

এ সময় জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় দুইজনকে গাঁজা সেবনের সময় হাতনাতে আটক করা হয়। ইয়ামিন নামে ঐ যুবকের কাছে পাওয়া যায় একপুড়িয়া গাঁজা। সে জানায় অন্তর এর নিকট হতে গাজাঁ ক্রয় করেছে।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত অন্তর এবং ইয়ামিন  অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করেন। পরে তাদেরকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত অন্তর  উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামের বাদশা খানের ছেলে এবং ইয়ামিন একই  গ্রামের রুহুল আমিনের ছেলে।

 

 

আরএইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৩ ● ২৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ