কাউখালী লঞ্চঘাটে ঢাকামূখী মানুষের ভীড়

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালী লঞ্চঘাটে ঢাকামূখী মানুষের ভীড়
রবিবার ● ৮ মে ২০২২


কাউখালী লঞ্চঘাটে ঢাকামূখী মানুষের ভীড়

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

স্বজনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিনাঞ্চলের  মানুষ। ঈদের পঞ্চম দিনে শনিবার পিরোজপুরের কাউখালীসহ উপকুলীয় এলাকায় অসংখ্য যাত্রী ঢাকা ও চট্রগ্রাম ফিরছে। এ কারণে স্টীমার ও লঞ্চ যাত্রীর চাপ ছিল কাউখালী-চাঁদপুর-ঢাকা রুটের  নৌপথে।

নৌপথে ঢাকামূখী মানুষের চাপ দুপুর থেকে বিকেলে পর্যন্ত। বাগেরহাটের মোড়লগঞ্জ,পিরোজপুর জেলার নৌ যোগাযোগের অন্যতম  থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর নদীপথের অন্যতম মাধ্যম কাউখালী লঞ্চ ও স্টীমার ঘাটে শনিবার মানুষের ভীড় দেখা যায়।

শনিবার(৭মে) দেখা গেছে এম.ভি মনিং সান৯, ঈগল-৮,যুবরাজ-৭,রেডসান লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে ।

অপরদিকে সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার এম,ভি মধুমতি  মোড়লগঞ্জ, মাছুয়া,হুলার হাট থেকে যাত্রী নিয়ে কাউখালীতে ঘাট দিলেও স্টিমারে  ছিল যাত্রীদের প্রচন্ড ভীড়।

কাউখালী রাজাপুর,স্বরুপকাঠী,ঝালকাঠী একাংশের হাজারো মানুষ কাউখালী লঞ্চ স্টেশন থেকে যাতায়াত করে থাকে। এ কারণে ভিড় একটু  বেশি বলে সংশ্লিষ্টরা জানান।

 

 

 

আরএইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ১৪:৩২:৩০ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ