নেছারাবাদে যাদুশিল্পী জুয়েল আইচ’র সংবর্ধনা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে যাদুশিল্পী জুয়েল আইচ’র সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৫ মে ২০২২


নেছারাবাদে যাদুশিল্পী জুয়েল আইচ’র সংবর্ধনা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

নেছারাবাদে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ^ বরেণ্য যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত জুয়েল আইচ সহ গুনীজন, সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “চেতনা পরিষদের” এর উদ্যোগে দুই দিন ব্যাপী ওই অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তির মেলা, গুনিজন সংবর্ধনা ও দ্বিতীয় দিনে বৈশাখী সাংস্কৃতিক এবং লোকজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ মে) সকালে উপজেলার সোহাগদলস্থ স্বরূপকাঠি ডিজিটাল পলিটেকনিক ইনসটিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদ সোহেল। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন চেতনা পরিষদের সদস্যবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধা, যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত জুয়েল আইচ, সাবেক সচিব এম সামসুল হক, ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুল ইসলাম মুরাদ, প্রকৌশলী লায়ন শেখ মোহাম্মদ শাহীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর মো. জাকির হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সন্তান যাদুশিল্পী জুয়েল আইচসহ ৩জন গুনিব্যক্তি, ২জন সাংবাদিক ও ৪জন মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয়। সবশেষে যাদুশিল্পী জুয়ের আইচের মনোমুগ্ধকর যাদু প্রদর্শিত হয়।

 

 

 

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:৩৮:০০ ● ২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ