সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥
পিরোজপুর ও কলাপাড়ায় ১৭ গ্রামের কয়েক হাজার পরিবার সোমবার (২ মে) ঈদ পালন করছেন। সৌদী আরবের সাথে মিল রেখে এসব পরিবার ঈদ পালন করছেন।সাগরকন্যার প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুর:
জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রামে এ ঈদ উৎসব পালন হচ্ছে । স্হানীয়রা জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের প্রায় ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ৭৫/৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০ পরিবার ঈদ পালন করছেন।
কাউখালী উপজেলার বেতকা গ্রামের মো. মারুফ হোসেন জানান, বেলতলা মসজিদের ঈদের নামের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন।সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।এখানে প্রায় শতাধীক পুরুষ এখানে নামাজ আদায় করেছেন।
জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খন্দকার জানান, সৌদি আরবের সাথে মিল রেখে আজ সোমবার (০২মে) সকাল সাড়ে ৯টায় স্হানীয় ভাইজোড়া গ্রামের ২টি ও কচুবুনিয়া গ্রামের ১টি, খেতাচিড়া গ্রামের ১টি, চরকগাছিয়া গ্রামের ১টি ও সাপলেজা গ্রামের ১টি এ ৬টি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা ৫০পরিবারের ৪০ পুরুষ স্হানীয় খেজুরতলা বাজারের আল-আমিন মসজিদে আজ সোমবার (০২মে) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করেন স্হানীয় স্কুল শিক্ষক মাওলানা মো. কারুজ্জামান। তারা প্রায় এক যুগেরও বেশী ধরে এ মসজিদে ঈদের নামাজ জামায়াতের সাথে আদায় করছেন। তিনি আরো জানান, তারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা শুরু করেছিলেন। আর সে অনুযায়ী রবিবার (০১মে) তাদের ৩০টি রোজা পূর্ণ হওয়ায় আজ সোমবার (০২ মে) তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। ওই মসজিদের নামাজ পড়তে আসেন পার্শ্ববর্তী বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ১০-১২জন মুসল্লি। উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রমজান (ঈদ-উল-ফিতর)ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন।
কলাপাড়া:
সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ ঈদুল ফিতর উদযাপন করছেন ৭ গ্রামে ৫ হাজার মানুষ। ২ মে সোমবার সকাল সাড়ে নয়টায় দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহন করে শিশু থেকে নানা বয়সী মানুষ। নামাজ আদায় শেষে এসব মসজিদে নাস্তা বিতরণ করা হয়। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন।
আরএইচএম/এমআর