আমতলীতে ৩৮’শ কৃষক কৃষি পুর্নবাসন সহায়তা পেল

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ৩৮’শ কৃষক কৃষি পুর্নবাসন সহায়তা পেল
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২


আমতলীতে ৩৮’শ কৃষক কৃষি পুর্নবাসন সহায়তা পেল

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

আমতলী উপজেলার ৩হাজার ৮’শ কৃষককে কৃষি পুর্নবাসনের সার ও বীজ দেয়া হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি সাংসদ এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পুর্নবাসন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে পুর্নবাসন সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ওসি একেএম মিজানুর রহমান। উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, রোবহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও মোসাঃ সোহেলী পারভীন মালা। প্রত্যেক কৃষককে ৩০ কেজি সার ও ৫ কেজি ব্রি-৪৮ ধান দেয়া হয়।

 

 

 

এমএইচকে/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪০ ● ৩৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ