হাফিজ-সভাপতি, টিটু-সম্পাদকবরগুনায় প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম গঠিত

প্রথম পাতা » গণমাধ্যম » হাফিজ-সভাপতি, টিটু-সম্পাদকবরগুনায় প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম গঠিত
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০২২


হাফিজ-সভাপতি, টিটু-সম্পাদক

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। বরগুনা প্রেসক্লাবে বুধবার বিকেলে কমিটি গঠন ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সাংসদ অ‍্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
নব নির্বাচিত ২১ সদস‍্যরে কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি- মো: হাফিজুর রহমান - বাংলাদেশের খবর, রেজাউল ইসলাম টিটু
-আজকালের খবর ও মতবাদ, সিনিয়র সহ সভাপতি - সোহেল হাফিজ- স্বাধীন বানী, সহ সভাপতি- মুশফিক আরিফ- সময়ের আলো, যুগ্ম সম্পাদক - সুমন শিকদার- দেশ রূপান্তর, সাংগঠনিক সম্পাদক - শাহ আলী- বাংলাদেশ বুলেটিন, অর্থ সম্পাদক- তালুকদার মোহাম্মদ আসাদ- কলমের কন্ঠ, দপ্তর সম্পাদক - মাহবুবুর রহমান অভি- প্রতিদিনের সংবাদ, সাহিত্য সম্পাদক - মীর জামাল- দ্বীপাঞ্চল, সদস‍্য হাসান ঝন্টু - বাংলাদেশের খবর, মোহাম্মদ মোশাররফ হোসেন- দ্বীপাঞ্চল, অ‍্যাডভোকেট সঞ্জীব দাস- ভোরের কাগজ, অ‍্যাডভোকেট মজিবুল হক কিসলু-যুগান্তর, জাফর হোসেন- আলোকিত বাংলাদেশ, আবু জাফর মোহাম্মদ সালেহ- সমকাল, মোঃ হবিবুর রহমান দৈনিক ইত্তেফাক, মিজানুর রহমান - যায়যায়দিন, জাহাঙ্গীর কবির মৃধা- ইনকিলাব, মনির চৌধুরী - স্বাধীন বানী, ইফতেখার শাহিন - দিনকাল,মিজানুর রহমান - শেষকথা, ওয়ালিউল্লাহ ইমরান - আজকের দর্পণ।

নবগঠিত কমিটির মেয়াদে হবে আগামী দুই বছর।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১২ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ