গলাচিপায় জমি ও ঘর পেল ২১০ পরিবার

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জমি ও ঘর পেল ২১০ পরিবার
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২


 গলাচিপায় জমি ও ঘর পেল ২১০ পরিবার

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন ২১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৯২টি উপজেলায় ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় গলাচিপা উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনসহ উপকারভোগীদের সাথে মতবিনিময় প্রদর্শন করেন। ভার্চুয়াল সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি এসএম শাহজাদা এমপি উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন। এসময় ঘরের চাবি ও দলিল পেয়ে উপকারভোগী বিধবা জয়তুন বিবি বলেন, ‘আমি এদ্দিন রাস্তার পাশে ভাঙা ঘরে থাকতাম। একটু বাতাস অইলেই ঘরের চালের পলিথিন উইড়্যা যাইত। দেউই (বৃষ্টি) অইলে বিছানা বালিশ ভিজ্জা যাইত। আল্লার রহমতে শেখ হাসিনা আমারে একখান দালান (পাকা) ঘর ও জমি দেছে। এহন আমার আর কোনো কষ্ট অইব না। আল্লায় যেন শেখ হাসিনারে আবারও প্রধানমন্ত্রী বানায়। আল্লায় শেখ হাসিনারে হায়াত দেউক। এর আগে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির প্রমুখ।

 


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪১ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ