গলাচিপায় সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২


গলাচিপায় সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

 পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-১/২০২২-২৩ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রমুখ।

এসময় প্রধান অতিথি বিনামূল্যে ১ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার এবং শতকরা ৭০ ভাগ ভর্তুকি মূল্যে ১০ জন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার ও একজন কৃষককে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করেন।

 

 


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫০:২৫ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ