ঢাকা বারের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ স্থগিত

প্রথম পাতা » সর্বশেষ » ঢাকা বারের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ স্থগিত
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন উপলে আদালত বন্ধ থাকায় ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দ্বিতীয় দিনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বারের নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বুধবার ঢাকা বারের প্রথম দিনের নির্বাচনে চার হাজার ৬৪৬ জন ভোটার ভোট দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার সিটি করপোরেশনের নির্বাচন থাকায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আগামী রবিবার ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

মোখলেসুর রহমান বাদল জানান, এবারের নির্বাচনে ২৭টি পদের বিপরীতে মোট ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে গাজী মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান খান রচি।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান, সহসভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্য পদে আবদুল জলিল আফ্রেদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহসাধারণ সম্পাদক পদে ওমর ফারুক আসিফ, লাইব্রেরি সম্পাদক পদে আতাউর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর এবং ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল মিয়া। সদস্য পদে আয়েশা বিনতে আলী, শফিকুল ইসলাম মিয়া, হায়াত আল মাহমুদ, কাওসার হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, বাহারুল ইসলাম, হাসান আকবর, ইব্রাহিম হোসেন, জুয়েল সিকদার, মাসুম মিয়া, মাসুম মৃধা, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ ও তুষার ঘোষ। সম্পাদকীয় পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেনÑসভাপতি পদে গোলাম মোহাম্মদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান। সিনিয়র সহসভাপতি পদে আবদুস সালাম দেওয়ান, সহসভাপতি হিসেবে মিজানুর রহমান, কোষাধ্য পদে লুৎফর রহমান, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে নিহার হোসেন ফারুখ, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাখাওয়াত, লাইব্রেরি সম্পাদক পদে জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে মোর্শেদ খাতুন শিল্পী, দপ্তর সম্পাদক পদে জুলফিকার আলী হায়দার, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ। সদস্যপদে আজহার উদ্দিন রিপন, কাজী রওশান দিল, রাসেল, বাবুল আক্তার, ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইকবাল মাহমুদ, মাহাদী হাসান জুয়েল, রাশেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াসিন মিয়া, ফারহানা আক্তার, নজরুল হক শুভ, শাহিন সুলতানা ও সাদেকুল ইসলাম ভূইয়া। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এবার ১৯ হাজার ১২৯ ভোটার ভোট দিতে পারবেন।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৩ ● ৯৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ